Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

২০১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ২৬ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২০১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচী

ঢাকা : ২০১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। কলকাতায় অনুষ্ঠিত আইসিসির সভায় ওই সূচিটি পেশ করেছে চিফ এক্সিকিউটিভ কমিটি। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের পালা।

১৯৯২ বিশ্বকাপের ফরম্যাট ফিরিয়ে আনা হচ্ছে এবারের টুর্নামেন্টে। বিশ্বকাপে অংশ নেয়া ১০ দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে। এখান থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা চার দল সরাসরি খেলবে নকআউট পর্বে।

সব মিলিয়ে ৬৮ দিনের টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ। ইংল্যান্ড এবং ওয়েলসের ১১টি ভেন্যুতে খেলা হবে ম্যাচগুলো। ভেন্যুগুলো হলো- লর্ডস, ওভাল, এজবাস্টন, ট্রেন্টব্রিজ, হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড, টাউনটন, ব্রিস্টল, চেস্টার-লি-স্ট্রিট, সাউদাম্পটন এবং কার্ডিফ।

৩০ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে। আর ১৪ জুলাই পঞ্চম বারের মতো বিশ্বকাপের ফাইনালের সাক্ষী হবে লর্ডস। সেমি ফাইনালের দুইটি ম্যাচ এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হবে।

গতবছর চ্যাম্পিয়ন্স লিগের পর আইসিসির বড় কোন টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মহারণ দেখা যাবে ১৬ জুন। ম্যানচেস্টারে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বিরাট কোহলির দল।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। নিজেদের প্রথম ম্যাচে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগাররা। ৫ তারিখ একই ভেন্যুতে নিজেদের একমাত্র দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে মাশরাফিবাহিনী। এরপর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ ৮ জুন, কার্ডিফে। ২ জুলাই বার্মিংহামে ভারত এবং ৫ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লর্ডস মাতাবে টাইগাররা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer