Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

২০১৯ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন যুবরাজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ২৩ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২০১৯ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন যুবরাজ

ঢাকা : অবসর নেবেন, কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর। তিনি যুবরাজ সিংহ। তাঁর অবসর নিয়ে কম জলঘোলা হয়নি।

মরন রোগ থেকে সুস্থ হয়ে তিনি আবার ক্রিকেটে ফিরেছেন। এমনটা হতে পারে কেউ ভাবেনি। কিন্তু ক্যান্সারমুক্ত হয়ে তিনি আবার নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু জাতীয় দলে খেলার সুযোগ হয়নি গত বছর জুনের পর থেকে। কিন্তু হাল ছাড়তে রাজি নন যুবরাজ। আইপিএল খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন এখনও।

ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৯ এ বিশ্বকাপের আসর বসতে চলেছে। গত দু’দশক ধরে দেশের জার্সিতে ক্রিকেট খেলছেন ৩৬ বছরের এই অল-রাউন্ডার। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন তিনিই। তার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ধরা পড়ে ক্যান্সার। জীবন যুদ্ধ জিতে আরও একটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন যুবি। বলেন, ‘‘যাইহোক আমি ২০১৯ বিশ্বকাপে খেলতে চাই। এর পরই আমি অবসর নেব।’’

এতদিন তাঁর অবসর নিয়ে সকলেই প্রশ্ন তুলেছেন। এ বার স্বয়ং তিনিই জানিয়ে দিলেন তাঁর অবসরের কথা। বলেন, ‘‘একটা সময়ের পর সবাইকেই সিদ্ধান্ত নিতে হয়। ২০০০ সাল থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। ১৭-১৮ বছর হয়ে গেল। কিন্তু অবশ্যই ২০১৯-এর পর আমি এই ব্যাপারে ভাবব।’’

আনন্দবাজার পত্রিকা

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer