Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

২০১৮ সাল পর্যন্ত আইসিসি’র সভাপতি থাকছেন মনোহর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ১০ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২০১৮ সাল পর্যন্ত আইসিসি’র সভাপতি থাকছেন মনোহর

ঢাকা : ২০১৮ সালের জুন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদে থাকছেন ভারতীয় আইনজীবী শশাঙ্ক মনোহর। আগামী বছর পর্যন্ত মনোহরের সভাপতি পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৫ মার্চ আইসিসি সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ান মনোহর। তবে কিছুদিনের মধ্যেই নিজের সিদ্বান্ত বদলে ফেলেন তিনি। কারণ আইসিসি’র গঠনতন্ত্র সংশোধন না হওয়া পর্যন্ত বোর্ড কর্মকর্তাদের অনুরোধেই পদত্যাগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন প্রথম ‘স্বাধীন’ সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া মনোহর। তাই মনোহরের সভাপতি থাকার বিষয়টি গত ২৪ মার্চ নিশ্চিত করে আইসিসি।

অবশ্য আইসিসি’র গঠনতন্ত্র সংশোধন হবার পর পূর্ণ সময় সভাপতি হিসেবে থাকার সিদ্ধান্ত নেন মনোহর। ফলে ২০১৮ সালের জুন পর্যন্ত তাকেই সভাপতি পদে রাখার সিদ্বান্ত নিয়েছে আইসিসি।

গত বছরের মে মাসে আইসিসি’র বোর্ড সভার প্রস্তাবের ভিত্তিতে গঠনতন্ত্র সংশোধনীর অনুমোদন দেয় সংস্থাটি। তাদের লক্ষ্য ছিল এমন কাউকে চেয়ারম্যান নির্বাচিত করা, যিনি বর্তমানে কোনো ক্রিকেট বোর্ডের সাথে জড়িত নন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি’র প্রথম ‘স্বাধীন’ সভাপতি হন মনোহর।

২০০৮ সাল থেকে ২০১১ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন ভারতের বিশিষ্ট আইনজীবী মনোহর। জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর আবারো দ্বিতীয় মেয়াদে বিসিসিআই’র সভাপতি পদে নির্বাচিত হন তিনি। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোয় আইসিসি’র প্রধান হয়েছিলেন মনোহর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer