Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

২০১৭ সালে ভূমধ্যসাগরে ১,৫৩০ অভিবাসী ও শরণার্থীর মৃত্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ২৭ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২০১৭ সালে ভূমধ্যসাগরে ১,৫৩০ অভিবাসী ও শরণার্থীর মৃত্য

ঢাকা : জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার জানিয়েছে, ২০১৭ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে।

আইওএমের প্রতিবেদনে আরো বলা হয়, এ বছর সাগর পথে প্রায় ৬০ হাজার ৫২১ জন অভিবাসি ও শরণার্থী ইউরোপে প্রবেশ করে। এদের মধ্যে ৮০ শতাংশের বেশী ইতালিতে যায় এবং বাকিরা গ্রিস, সাইপ্রাস ও স্পেনে প্রবেশ করে।

প্রতিদিনের সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান দুজারিক একথা জানান।

তিনি আরো বলেন, গত ৭২ ঘন্টায় আরো প্রায় ৬ হাজার লোককে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। তবে এই সংখ্যা আগের সংখ্যার সাথে যুক্ত করা হয়নি।

তিনি জানান, আগের বছর একই মেয়াদে প্রায় সমান সংখ্যক লোকের মৃত্যু হয়েছিল।মুখপাত্র জানান, সাগর পাড়ি দেয়ার ঝুঁকিপূর্ণ মৌসুম শুরু হয়েছে বলে আইওএম সতর্ক করে দিয়ে দিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer