Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

২০১৭ সালে আসছে ড্যান ব্রাউন’র নতুন বই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ৩ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২০১৭ সালে আসছে ড্যান ব্রাউন’র নতুন বই

ঢাকা : ‘দ্য ডা ভিঞ্চি কোড’ এর লেখক ড্যান ব্রাউন তার নতুন বইয়ের ঘোষণা দিলেন। আগামী বছর আসতে যাচ্ছে তাঁর নতুন বই ‘অরিজিন’।

রবার্ট ল্যাংডন থ্রিলারের এই বইটি প্রকাশিত হবে ট্র্যান্সওয়ার্ল্ডের ব্যান্টাম প্রেসে। বইটি যুক্তরাজ্যে লঞ্চ হবে ২০১৭ এর ২৬সে সেপ্টেম্বর এবং এর মূল্য হবে ২০ ইউরো।

এর ২ দিনের মধ্যে পাওয়া যাবে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে। একই সাথে এটা ই-বুক হিসেবে পাওয়া যাবে এবং পেঙ্গুইন র‌্যান্ডম হাউজ অডিও’তে অডিওবুক হিসেবে পাওয়া যাবে।

বইটির প্লট সম্পর্কে খুবই অল্প পরিমাণ জানা গেছে। তবে প্রকাশক বলছে, ‘এটি তাঁর (ব্রাউনের) ট্রেডমার্ক স্টাইলে থাকবে’ যেখানে আছে কোড, বিজ্ঞান, ধর্ম, ইতিহাস, আর্ট এবং স্থাপত্য।

উল্লেখ্য, ব্রাউনের আন্তর্জাতিক মানের ছয়টি বেস্টসেলার বই আজও বিশ্বজুড়ে বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে ‘দ্য ডা ভিঞ্চি কোড’, ‘ইনফার্নো’, ‘দ্য লস্ট সিম্বল’, ‘আঞ্জেলস অ্যান্ড ডেমনস’, ‘ডিসিপশন পয়েন্ট’ এবং ‘ডিজিটাল ফরট্রেস’।

এর মধ্যে তিনটি বই নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। আর সর্বোচ্চ বিক্রিত বই হচ্ছে ‘দ্য ডা ভিঞ্চি কোড’ যা এখন পর্যন্ত ৫৪টি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং ৮০ মিলিয়ন কপির উপরে বিক্রি হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer