Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

২০ বছরের মধ্যেই মঙ্গলে পা রাখবে মানুষ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ২ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২০ বছরের মধ্যেই মঙ্গলে পা রাখবে মানুষ

ঢাকা : আগামী ২০ বছরের মধ্যেই মঙ্গলগ্রহে পা রাখবে মানুষ, এমনটাই জানিয়েছেন ব্রিটিশ মহাকাশচারী টিম পিক। এলন মাস্কের মতো উদ্যোগকারীদের মহাকাশের বাণিজ্যকরণের প্রচেষ্টায় মানুষের মঙ্গল জয় সম্ভব হবে বলেও তিনি জানান।

টিম পিকের মতে, মাস্কের `ফ্যালকন হেভি` রকেট মহাকাশ অভিযানে এক নতুন দ্বার উন্মোচন করেছে।

মহাকাশচারী টিম পিক ২০১৬ সালে `ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন`র অভিযান সম্পূর্ণ করেন। তিনি আরো জানান, `২০৩০ সালের মধ্যে লালগ্রহে পৌঁছবে। এলন মাস্কের `space X` সংস্থার মতো শিল্পপতিদের নিজস্ব উদ্যোগে এই কাজ আরো দ্রুত হবে।`

গেলো ফেব্রুয়ারির মাসের প্রথম দিকে কেনেডি স্পেস সেন্টার, লঞ্চ কমপ্লেক্স ৩৯ থেকে লালগ্রহের উদ্দেশে রওনা হয় ফ্যালকন হেভি`। বর্তমান এটি বিশ্বের সব থেকে শক্তিশালী রকেট। রকেটটি বানিয়েছে মার্কিন গবেষক এওন মাস্কের সংস্থা `space X`।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer