Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

২০ আগস্ট থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ১৮ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২০ আগস্ট থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঢাকা : আগামী ২০ আগস্ট থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ।

বৃহস্পতিবার বিকেলে সদরঘাট টার্মিনাল মিলনায়তনে এক সমন্বয় সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

২০ আগস্ট সকাল ১০টা থেকে সদরঘাটের সব লঞ্চ কাউন্টারে ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে। যদি কোনো লঞ্চ তাদের কাউন্টার না খোলে কিংবা লঞ্চের টিকিট নিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া নেওয়ার জন্যও কঠোর নির্দেশ দেন তিনি।

এসময় নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবদীনের সভাপতিত্বে সভায় বিভিন্ন লঞ্চ মালিক ও সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer