Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

২ লাখ ৪৫ হাজার ৫৫০ জন রোহিঙ্গার নিবন্ধন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ২২ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২ লাখ ৪৫ হাজার ৫৫০ জন রোহিঙ্গার নিবন্ধন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এখন পর্যন্ত দুই লাখ ৪৫ হাজার ৫৫০ জন রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের তালিকাভূক্ত করার অংশ হিসেবে এদের নিবন্ধন করা হচ্ছে।

মন্ত্রী রোববার বলেন, ‘আমরা গতকাল পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৫৫০ জন রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় এনেছি।’

আসাদুজ্জামান খান বলেন, ২৫ আগস্ট থেকে ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এতে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার মোট সংখ্যা বেড়ে ১০ লাখে দাঁড়িয়েছে।

দেয়া এক সাক্ষাৎকারে ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট (ডিআইপি)’র মহাপরিচালক মেজর জেনারেল এম মাসুদ রেজওয়ান বলেন, ৮৫টি কেন্দ্রে প্রতিদিন গড়ে প্রায় ১৩ হাজার রোহিঙ্গাকে নিবন্ধন করা হচ্ছে।

তিনি বলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করার জন্য প্রতিটি ওয়ার্কস্টেশনে কম্পিউটার, ল্যাপটপ, ল্যামিনেটিং মেশিন রয়েছে।’

বাসস

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer