Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

১৮ জুন সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবে চিকিৎসরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ২৮ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১৮ জুন সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবে চিকিৎসরা

ঢাকা : আগামী ১৮ জুন সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

তবে ওই দিন সব ধরনের জরুরি চিকিৎসা অব্যাহত থাকবে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠনটি।

এছাড়াও কালোব্যাজ ধারণ এবং চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে মামলা করার সিদ্ধান্তও নিয়েছে তারা। রোববার সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়।

বিএমএ’র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ জুন সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা, অর্থাৎ ১৯ জুন সকাল ৬টা পর্যন্ত সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবেন চিকিৎসকরা। আগামী মঙ্গলবার (৩০ মে) উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer