Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

১৫ আগস্ট বিনামূল্যে চিকিৎসা দেয়ার অঙ্গিকার চিকিৎসকদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ৯ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১৫ আগস্ট বিনামূল্যে চিকিৎসা দেয়ার অঙ্গিকার চিকিৎসকদের

ঢাকা  : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যক্তিগত চেম্বারসমূহে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন চিকিৎসক নেতৃবৃন্দ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের আহ্বানে চিকিৎসকদের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ এ অঙ্গিকার ব্যক্ত করেন।

বুধবার সচিবালয়ে ফেডারেশন অব মেডিকেল সোসাইটিস বাংলাদেশ’র একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রীর আহবানে চিকিৎসকরা এই ঘোষণা দেন। মোহাম্মদ নাসিম ওই মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

চিকিৎসকদের বিশেষায়িত পেশাভিত্তিক ২৬টি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ফেডারেশন অব মেডিকেল সোসাইটিস’র সদস্য।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ মতবিনিময সভায় বিদেশ থেকে চিকিৎসক এনে বাংলাদেশে রোগী দেখার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন নিশ্চিত করার নির্দেশনা দেন। এক্ষেত্রে বিদ্যমান নীতিমালা কঠোরভাবে মেনে চলার জন্যও বিএমডিসিকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer