Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

১২৭ জনের চাকরির সুযোগ দিচ্ছে পাঁচ সরকারি ব্যাংক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ১৮ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১২৭ জনের চাকরির সুযোগ দিচ্ছে পাঁচ সরকারি ব্যাংক

ঢাকা : ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকে ‘অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়ার ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)’ পদে ১২৭ জনকে নিয়োগ দেয়া হবে। এ পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সংশ্লিষ্ট পদে সোনালী ব্যাংক লিমিটেডে ৪৫ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ৬৯ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ১ জনকে নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনও পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা।প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধু অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০১৮।

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer