Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

১০৫৯টি গবেষণা সম্পন্ন করেছে বাউরেস

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩:১৫, ১৬ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১০৫৯টি গবেষণা সম্পন্ন করেছে বাউরেস

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) ২০১৬-১৭ বর্ষের গবেষণা অগ্রগতি গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জানানো হয়, বাউরেস বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ১০৫৯ টি গবেষণা সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স রুমে বাউরেসের পরিচালক অধ্যাপক ড.এম.এ.এম.ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এতে বিশেষ অতিথি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এইচ.এম মো. মোস্তাফিজুর রহমান, বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক ড. উইলিয়াম এর্স্কিন, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের কান্ট্রি পরিচালক ড. ম্যালকম ডব্লিউ ডিকসন, মিল্ক ভিটার মহাব্যবস্থাপক মো. আতাহার আলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘যে কোন গবেষণাই মূলত বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের চাবিকাঠি। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি আরও ব্যাপক করতে হবে।’

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন,অধ্যাপকসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত দুই বছরে ২৪১ টি প্রজেক্টের আওতায় মোট ১০৫৯ টি গবেষণা সম্পন্ন করেছে বাউরেস

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer