Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

১০০ কিমি দীর্ঘ সমুদ্র রয়েছে প্লুটোয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১০০ কিমি দীর্ঘ সমুদ্র রয়েছে প্লুটোয়

ঢাকা: বরফে ঢাকা প্লুটোর তলায় থাকতে পারে ১০০ কিমি দীর্ঘ সাগর৷ এমনই তথ্য পাঠিয়েছে গত বছর প্লুটোতে পরীক্ষা চালাতে যাওয়া নাসার ‘নিউ হরাইজন’ নামের একটি স্পেসক্রাফ্ট৷

জানা গেছে, সেই মহাকাশযানের প্রেরিত ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অনুমান করেছেন বরফে ঢাকা প্লুটোর তলের নিচে থাকতে পারে একটি আস্ত সাগর৷

আর যার পরীক্ষার মাধ্যমে সামনে এসেছে এই তথ্য তিনি হলেন আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্র্যান্ডেন জনশন৷ তাঁর এই ভাবনাই উস্কে দিয়েছে আরও একটা তথ্য৷

তবে কি লবনেরও অস্তিত্ব থাকতে পারে এই সমুদ্রগুলিতে৷

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer