Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

হাসপাতালে আবদুল গাফফার চৌধুরী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ২৭ নভেম্বর ২০১৭

আপডেট: ১২:২৫, ২৭ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

হাসপাতালে আবদুল গাফফার চৌধুরী

ঢাকা : যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক-কলামনিস্ট আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ।

তার মেয়ে বিনীতা গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন,  তাঁর বাবা যুক্তরাজ্যের মিডলসেক্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে গত ১৯ দিন ধরে তাঁর চিকিৎসা চলছে।

ডায়াবেটিস, শ্বাসযন্ত্রের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন গাফফার চৌধুরী।

আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা। তিনি বরিশাল জেলার উলানিয়া গ্রামের চৌধুরী বাড়িতে ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৭), একুশে পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, স্বাধীনতা পদক ২০০৯সহ অসংখ্য সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer