Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

‘হাতিরঝিলে অপেরা হাউজ নির্মাণের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ২৩ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘হাতিরঝিলে অপেরা হাউজ নির্মাণের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে’

ঢাকা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, হাতিরঝিল এলাকায় অপেরা হাউজ নির্মাণের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ্’র এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

মন্ত্রী বলেন, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে একটি সংস্কৃতি বলয় তৈরি করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। রমনা পার্ক এলাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল ভবন রয়েছে। এখানে জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা, নাট্যকলা ও চিত্রশালা রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানসহ দেশীয় অনুষ্ঠানের আয়োজন এখানে করা হয়।

সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আসাদুজ্জামান নূর বলেন, দেশের প্রতিটি উপজেলায় গ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে ‘উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে প্রতিটি উপজেলায় মুক্তমঞ্চসহ সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer