Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির মামলায় ঠিকাদার খায়রুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬, ১৬ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির মামলায় ঠিকাদার খায়রুল গ্রেপ্তার

ঢাকা : সুনামগঞ্জের হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার আসামি ঠিকাদার ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার রাত পৌণে ১২টার দিকে সিঙ্গাপুর যাওয়ার পথে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খায়রুল হুদা চপল ঠিকাদারি প্রতিষ্ঠান নূর ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী। এ নিয়ে দুদকের মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হল।

খায়রুল হুদা চপল বর্তমানে সুনামঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক এবং সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক।

এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের ছোট ভাই।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer