Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

হাওরে মাছের মহামারি : নিষিদ্ধ মাছ ধরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৮, ২০ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হাওরে মাছের মহামারি : নিষিদ্ধ মাছ ধরা

ঢাকা : হাওর-জলাশয়ে ধান পঁচে এমোনিয়া গ্যাসে মাছের মহামারি শুরু হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পঁচা মাছ না খাওয়ার জন্য নির্দেশনা দেওয়ার পর বৃহস্পতিবার সাতদিনের জন্য হাওর-জলাশয়ে সবধরণের মাছধরা নিষিদ্ধ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এই নির্দেশনা জারি করেছেন। তবে ভাসান পানিতে মাছধরা যাবে বলে সূত্র জানিয়েছে।

প্রশাসন জানায়, গত কয়েক দিন ধরে হাওর-জলাশয়ে মাছ মরে ভেসে ওঠছে। এতে হাওরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। গত রোববার থেকে মৎস্য বিভাগ বিভিন্ন উপজেলায় মাইকিং করে মরা মাছ খাওয়া থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে।

অবস্থা অপরিবর্তিত থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম আগামী এক সপ্তাহের জন্য সুনামগঞ্জের হাওর জলাশয়ে (যেখানে সাধারণত মাছ ধরা হয়) সবধরনের মাছধরা নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে মাছের মহামারির পর হাওরের বিভিন্ন স্থানে হাসও মারা যাচ্ছে। 

জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম জানান, দুষিত পানি খেয়ে এসব হাঁস মারা যাচ্ছে। মাছ মারা যাচ্ছে এমোনিয়া গ্যাসে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer