Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

হাইতির কারাগার ভেঙে ১৭০ বন্দির পলায়ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ২৩ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হাইতির কারাগার ভেঙে ১৭০ বন্দির পলায়ন

ঢাকা : দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৩০ মাইল উত্তরে আরকাহায়ের কারাগারে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া বন্দিরা পাঁচটি রাইফেল নিয়ে গেছে। এ সময় বন্দিদের সঙ্গে কারারক্ষীদের গোলাগুলিতে একজন রক্ষী ও একজন বন্দি নিহত হয়েছেন।

পরে দেশটিতে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষীদের সহায়তায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে অভিযান শুরু করেছে।

হাইতির সরকার টুইটবার্তায় এ ঘটনাকে কারাবিদ্রোহ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।

দেশটির বিচারমন্ত্রী ক্যামিল এদুয়ার্দ জুনিয়র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, `এক কারারক্ষী এ ঘটনার সময় নিহত হন। তিনজন বন্দি আহত হন। তাদের মধ্যে পরে একজন মারা যান।`

পালিয়ে যাওয়াদের মধ্যে ১১ জনকে পুনরায় আটক করা হয়েছে।

আরকাহায়ের কারাগারের বন্দিরা কোনো ইউনিফর্ম পরে না। ফলে সাধারণ মানুষের মাঝে তাদের মিশে যাওয়া সহজ।

হাইতির কারাগারগুলোয় ভয়াবহভাবে ধারণক্ষমতার অনেক বেশি বন্দি রয়েছে। বন্দিরা বিচারের আগেই বছরের পর বছর কারাগারে আটক থাকেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer