Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

হাই হিল পরা উচিত নয় কেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ১০ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হাই হিল পরা উচিত নয় কেন

ঢাকা : ধনী-গরিব, মডেল-চাকরিজীবী সব স্তরের মেয়েদের পায়ে হিল পরার প্রবণতা রয়েছে। মেয়ের সৌন্দর্যের মাপকাঠি হিসেবে উচ্চতাকে ধরা হয়। আর এই উচ্চতা বাড়াতেই হিল পায়ে দেবার চাহিদা বেশি।

কিন্তু এই পায়ে হিল পরা কতটা নিরাপদ, এমন প্রশ্ন অনেক আগ থেকেই ঘুরপাক করে সবার মনে। অনেকের ধারণা, হিলের কারণে একাধিক রোগ হতে পারে। বেশি উঁচু হিল পরলে এবং পায়ের মারাত্মক ক্ষতি হতে পারে বলে মনে করেন অনেকে।

এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানান, উঁচু হিলের কারণে সারাজীবনের জন্য খুঁড়িয়ে হাঁটতে হতে পারে। তাঁরা দাবি করেন, তাদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি সংখ্যক অল্পবয়সী রোগী আসছেন। তাদের অনেকেই আসছেন গোড়ালি বা হাঁটুর ব্যথা নিয়ে। দেখা যাচ্ছে, সব অসুবিধার মূলে সেই জুতার হিল।

হিলের যত ক্ষতি:

* বেশি উঁচু হিল পরলে গোড়ালি উঁচু হয়ে যেতে পারে।

* একটু অসাবধান হলেই পা মচকে যাওয়ার সম্ভাবনা থাকে।

* পায়ের সামনের দিকে চাপ দিয়ে হাঁটার ফলে হাঁটুতে অস্বাভাবিক চাপ পড়ে।

* নিয়মিত হিল পরার কারণে ক্ষয়ে যায় মালাইচাকির পেছনের কার্টিলেজ।

* এর কারণে অস্টিও-আর্থ্রাইটিস রোগ হতে পারে।

সংগৃহীত 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer