Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

হল থেকে ছাত্রীদের বের করে দেওয়ার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ২০ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হল থেকে ছাত্রীদের বের করে দেওয়ার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল থেকে বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন ছাত্রীকে বের করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।বৃহস্পতিবার গভীর রাতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, যদি কেউ অপরাধ করে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের আইনে তার বিচার হবে। কিন্তু রাতের অন্ধকারে কেন অভিভাবক ডেকে তাদের হল থেকে বের করে দেয়া হচ্ছে?

এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে ঢাবির কবি সুফিয়া কামাল থেকে কয়েকজনকে ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। মেয়েদের মোবাইল ফোন কেড়ে নিয়ে চেক করা হয়। রাতে বাড়িতে ফোন দিয়ে অভিভাবককে আসতে বলা হয়।

সুফিয়া কামাল হল সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ফেসবুকে ভুয়া আইডি থেকে গুজব ছড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে এই ছাত্রীদের বের করে দেওয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer