Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

হরিনাকুন্ডুতে ডিস লাইনে গভীর রাতে নিল ছবি প্রদর্শনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৫, ২১ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হরিনাকুন্ডুতে ডিস লাইনে গভীর রাতে নিল ছবি প্রদর্শনের অভিযোগ

ছবি: বহুমাত্রিক.কম

ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডু জোড়াদাহ ইউনিয়নের ভেড়ামারা গ্রামের প্রভাবশালী মাসুদ রানা আইনকে অগ্রাহ্য করে দুই বছর যাবত নিজ বাড়িতে নিজস্ব কন্ট্রোলের মাধ্যমে পাইরেসি করে অবৈধ ডিস ব্যাবসা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাগজপত্র ছাড়াই নিজের বসতবাড়ির সীমানায় টয়লেটের ছাদের উপরে নিজস্ব কন্ট্রোল রুমে ও পাইরেসির মাধ্যমে রমরমা অবৈধ ডিস ব্যবসা পরিচালনা করছেন। ইতিমধ্যে একই এলাকার বৈধ ডিস ব্যবসায়ী কামরুজ্জামান কনক হরিনাকুন্ডু উপজেলা ইউএনও বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, হরিনাকুন্ডু উপজেলার জোড়াদাহ ভেড়াখালি গ্রামের মৃত.মসলেম উদ্দিনের ছেলে মাসুদ রানা আইনকে অগ্রাহ্য করে দুই বছর যাবত নিজ বাড়িতে নিজস্ব কন্ট্রোলের মাধ্যমে পাইরেসি করে অবৈধ রমরমা ডিস ব্যবসা পরিচালনা করছেন। যা আইনত দন্ডনীয় অপরাধ। অন্যদিকে সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকির আওতায় পড়ে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer