Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

হবিগঞ্জে টিপু হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ১৭:৫২, ২৩ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হবিগঞ্জে টিপু হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ : হবিগঞ্জে ব্যবসায়ী টিপু হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকাল ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহফুজা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায়ে ২৪ আসামির মধ্যে ২০ আসামির সাজা দেয়া হয়। একজন বিচার চলাকালে মারা গেছেন। এবং বাকি তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সুধাংশু সেন, সুভাষ সেন, এরশাদ, আব্দুল মালেক মালু, আব্দুর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশাররফ হোসেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হরমুজ আলী, মোস্তাক, সানু, জাবেদ, জহির, বকুল, আমির হোসেন, জহিরুল ইসলাম, দুলাল, কামাল, ছায়েদ ও ঝানু। দণ্ডপ্রাপ্তরা মাধবপুর উপজেলার গাংগাইল গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, একই গ্রামের ব্যবসায়ী রিদওয়ানুল মহসীন টিপুর সঙ্গে সুধাংশু সেনের জমির পানি নিষ্কাশন ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে তাদের বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়।

ওই বিরোধকে কেন্দ্র করে ২০১১ সালের ৭ জানুয়ারি গভীর রাতে আসামিরা তার বাড়িতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টিপুকে হত্যা করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer