Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

হজযাত্রীর পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা থাকতে হবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ২১ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হজযাত্রীর পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা থাকতে হবে

ঢাকা : এবছর থেকে হজযাত্রীদের জন্য তাদের পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানার স্টিকার সংযোজন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।বিষয়টি জানিয়ে রাজধানীর আশকোনা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম এক জরুরি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সংশ্লিষ্টদের কাছে।

এতে বলা হয়, সৌদি সরকার মক্কা ও মদিনার বাসার ঠিকানা সংযোজন বাধ্যতামূলক করায়, কোনও অবস্থাতেই পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার সংযোজন ছাড়া হজযাত্রী পাঠানো যাবে না।

বিজ্ঞপ্তিতে সকল হজ এজেন্সিকে হজযাত্রীদের পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার সংযোজন করে ভিসার জন্য পাসপোর্ট হজ অফিস, ঢাকায় জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।
এবছর বিমান বন্দর থেকে হজযাত্রীদের মোয়াল্লেম অফিসে না পাঠিয়ে, সরাসরি বাসার ঠিকানায় পাঠনো হবে। এ জন্য পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার সংযোজন করতে হবে।

হজযাত্রীদের ভিসা অনুমোদন হওয়ার পর ই-হজ সিস্টেম থেকে স্টিকার প্রিন্ট নেয়া যাবে।
ঢাকার পরিচালক সাইফুল ইসলাম বলেন, সৌদি আরবের জেদ্দার কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান হজযাত্রীদের পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার লাগানো বাধ্যতামূলক করার বিষয়টি অবহিত করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer