Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

হজযাত্রী পরিবহনে অতিরিক্ত ১৫ ফ্লাইট পরিচালনার অনুমতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ২৪ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হজযাত্রী পরিবহনে অতিরিক্ত ১৫ ফ্লাইট পরিচালনার অনুমতি

ঢাকা : হজযাত্রী পরিবহনে সৌদি আরব বাংলাদেশ বিমানকে অতিরিক্ত ১৫টি ফ্লাইট (স্লট) পরিচালনার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এর ফলে বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিলের কারণে যে ৬ থেকে ৭ হাজার হজ যাত্রীর সৌদি যাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল তা দুর হবে।

সচিবালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২শ’ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৬ হাজার ৫৯৮ জন হজ যাত্রী পবিত্র হজ পালন করবেন। ইতোমধ্যেই ৯২ হাজার ৫৬৮ জন হজ যাত্রীর ভিসা স্টেম্পিং হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer