Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

হজ ফ্লাইটে আগুন, তড়িৎ নির্বাপনে রক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০, ২৫ জুলাই ২০১৭

আপডেট: ২০:১২, ২৫ জুলাই ২০১৭

প্রিন্ট:

হজ ফ্লাইটে আগুন, তড়িৎ নির্বাপনে রক্ষা

ঢাকা : সৌদি এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও কয়েক ঘণ্টা বিলম্বিত হয় ফ্লাইটটি।

মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এঘটনা ঘটে। 

বিমানবন্দর সূত্র জানায়, ৩১৩ জন হজযাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮১১ বোয়িং বিমানটি বেলা ১১টা ১৫ মিনিটের দিকে রানওয়েতে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটিতে ধোঁয়া দেখতে পান রিজেন্ট এয়ারওয়েজের এক কর্মী।মুহূর্তের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বিষয়টি পাইলটকে জানানো হলে তিনি ইঞ্জিন বন্ধ করে বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেয়। পরে ফ্লাইটটি দুপুর ১টা ৪৫ মিনিটে বিমানবন্ধর ত্যাগ করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer