Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

স্যামসাং গ্রুপের ভাইস চেয়ারম্যান লি জি ইয়ং গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

স্যামসাং গ্রুপের ভাইস চেয়ারম্যান লি জি ইয়ং গ্রেপ্তার

ঢাকা : স্যামসাং গ্রুপের ভাইস চেয়ারম্যান লি জি ইয়ংকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে দেশটির আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার বিরুদ্ধে ওঠা ঘুষ কেলেঙ্কারি ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

লি জি ইয়ংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের চাপে মিরে এবং কে স্পোর্টস ফাউন্ডেশনকে অর্থদান করেছেন। এ দুইটি ফাউন্ডেশনে স্যামসাং ১৬ দশমিক ৫ বিলিয়ন উয়ন ডোনেশন দেয়।

তাছাড়া দুর্নীতির দায়ে অভিযুক্ত দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের কাছের বন্ধু প্রভাবশালী চোই সুন সিলের কয়েকটা কোম্পানিকেও স্যামসাং অর্থ দিয়েছে বলে প্রমাণ রয়েছে।

স্যামসাংয়ের মূল কর্ণধার লি কুন হির ছেলে লি জি ইয়ং বর্তমানে দেশটিতে অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer