Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

স্বর্ণা, মেহেদী ও অ্যানি শঙ্কামুক্ত নয় : ডা. সামন্তলাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ১৬ মার্চ ২০১৮

আপডেট: ২৩:০০, ১৬ মার্চ ২০১৮

প্রিন্ট:

স্বর্ণা, মেহেদী ও অ্যানি শঙ্কামুক্ত নয় : ডা. সামন্তলাল

ছবি : সংগৃহীত

ঢাকা : নেপালে বিমান দুর্ঘটনায় আহত একই পরিবারের স্বর্ণা, মেহেদী ও অ্যানিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এই তিনজনেই মধ্যে দুই জনের শ্বাসনালী পুড়ে গেছে। আর একজন মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়েছেন। তাদের কেউই শঙ্কামুক্ত নয় উল্লেখ করে দুই-তিনদিন পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসকরা।

প্রাথমিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাংবাদিকদের একথা জানান বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

তিনি বলেন, তাদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাবে না। অনেক সময় এ ধরনের দুর্ঘটনায় আহতদের অনেক সময় পরবর্তীতে জটিলতা দেখা যায়। আমরা তাদেরকে পর্যবেক্ষণে রাখব।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে তিনটার পর নেপাল থেকে ঢাকায় আনা হয় স্বর্না, মেহেদী ও অ্যানিকে। সেসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিমানমন্ত্রী শাহজাহান কামাল।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer