Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

‘স্টার ওয়ার্স’: বক্স অফিস গোল্ডের ৪০ বছর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৩, ২২ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘স্টার ওয়ার্স’: বক্স অফিস গোল্ডের ৪০ বছর

ঢাকা : লুকাস ফিল্ম বৃহস্পতিবার ৪০ বছর পূর্তি উদযাপন করছে। মাত্র ৩২টি স্ক্রিনে ‘স্টার ওয়ার্স’ মুক্তি দেয়ার পর থেকে বক্স অফিসে এই সিরিজ ৭শ ৭০ কোটি মার্কিন ডলার আয় করেছে।

‘স্টার ওয়ার্স’ ইউনিভার্স থেকে মুক্তি পাওয়া চলচ্চিত্রের বিশ্বব্যাপী বক্স অফিস আয় দেখানো হলো:
‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওকেনস’ ডিজনি, ২০১৫ আয় ২শ’ কোটি মার্কিন ডলার।

‘রগ ওয়ান: এ স্টার ওয়ার্স স্টোরি’ ডিজনি, ২০১৬ আয় ১শ’ কোটি মার্কিন ডলার। ‘স্টার ওয়ার্স: এপিসোড ১: দ্য ফ্যান্তম মেনাক’ ফক্স ১৯৯৯, আয় ৯৮ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার।

‘স্টার ওয়ার্স: এপিসোড ৩: রিভেঞ্জ অব দ্য সিথ’ ফক্স ২০০৫ আয় ৮৪ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। ‘স্টার ওয়ার্স: এপিসোড ২: অ্যাটাক অব দ্য ক্লোনস’ ফক্স, ২০০২, আয় ৬৪ কোটি ৯ লাখ মার্কিন ডলার।

‘রিটার্ন অব দ্য জেডি’ ফক্স, ১৯৮৩, আয় ৪৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’ ফক্স ১৯৮০, আয় ৪৫ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।

‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক (বিশেষ সংস্করণ) ফক্স, ১৯৯৭ আয় ১২ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার।
‘স্টার ওয়ার্স: এপিসোড ১: দ্য ফ্যান্তম মেনাক (থ্রিডি) ফক্স, ২০১২ আয় ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার।

‘রিটার্ন অব দ্য জেডি (বিশেষ সংস্করণ)’ ফক্স ১৯৯৭ আয় ৮৯ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার।
‘স্টার ওয়ার্স: দ্য ক্লোন ওয়ার্স’ (ওয়ার্নার ব্রোস, ২০০৮) ৬ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার।

সূত্র : বক্স অফিস মোজো.কম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer