Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

স্কলাসটিকায় জাতিসংঘ মডেল সম্মেলন শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ১১ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

স্কলাসটিকায় জাতিসংঘ মডেল সম্মেলন শুরু

ঢাকা : ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাসটিকার মিরপুর শাখায় তিন দিনব্যাপী ‘জাতিসংঘ মডেল সম্মেলন-২০১৭’ শুরু হয়েছে।

শুক্রবার সকালে স্কুলের এসটিএম মিলনায়তনে ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’ শিরোনামে এ সম্মেলন শুরু হয়। এতে সারাদেশের ৬৪টি স্কুলের ৫৪৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করছে।

স্কলাসটিকার ৪০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন স্কলাসটিকার ব্যবস্থপনা পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদ। সম্মেলনে আরো বক্তৃতা করেন সিনিয়র ভাইস প্রিন্সিপাল ফারাহ্ সোফিয়া আহমেদ ও সম্মেলনের মহাসচিব আব্দুল্লাহ আল মাহিন।

আব্দুল মোমেন বলেন, জাতিসংঘ শুধুমাত্র একটা সংস্থা নয়, এটা একটা উদ্ভাবন। এর সৌন্দর্য্য হচ্ছে যে, যতো ছোট দেশই হোক না কেনো তার একটা ভূমিকা জাতিসংঘে আছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সম্মেলন উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেছেন, বিশ্ব জুড়ে আজ আমরা পরস্পরের সাথে যুক্ত। সবাই সংঘাত, পরিবেশ বিপর্যয়, দারিদ্র্য ও অন্যায়ের শিকার। তাই আমাদেরকে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য কাজ করতে হবে।

স্কলাসটিকা মডেল ইউনাইটেড ন্যাশন ক্লাবের উদ্যোগে তিন দিনের এ সম্মেলনে আলোচ্য বিষয়ের উপর সাধারণ বক্তৃতা, বির্তক, কূটনৈতিক ও সমালোচনামূলক আলোচনা অনুষ্ঠিত হবে।

স্কলাসটিকা ও ১০টি ক্যাডেট কলেজ ছাড়াও এতে অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে রয়েছে সানিডেল, আগা খান, নটরডেম, ভিকারুন নেসা নুন, রাজউক উত্তরা মডেল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ইন্টারন্যাশনাল তুর্কিস হোপ, চিটাগাং গ্রামার স্কুল।

আগামী রোববার সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) ডেপুটি কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল এ এফএম জাহাঙ্গীর আলম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer