Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

সৌদি সরকারের ২০০ মেট্রিক টন খেজুর প্রদান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ১২ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সৌদি সরকারের ২০০ মেট্রিক টন খেজুর প্রদান

ছবি- পি আই ডি

ঢাকা : বাংলাদেশকে ২০০ মেট্রিক টন খেজুর প্রদান করেছে সৌদি আরব।
রোববার সচিবালয়ে সৌদি ডেপুটি কনসুলার সায়ীদ আল গাহতানী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়েরসচিব শাহ্ কামালের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এ খেজুর হস্তান্তর করেন।

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময়কালে সৌদি দুতাবাসের কর্মকর্তারা জানান, প্রতি বছর রোজার শুরুর আগে সৌদি সরকার বাংলাদেশকে উপহার স্বরূপ খেজুর প্রদান করে থাকে। এ বছর দেশটির অভ্যন্তরীণ কারনে মুসলিম দেশগুলোয় খেজুর পাঠানোয় দেরি হয়েছে। ভবিষ্যতে রোজার পূর্বেই খেজুর পাঠাতে ব্যবস্থা নেবেন বলে জানান তারা।

প্রাপ্ত খেজুর দুঃস্থ ও গরিব মানুষের জন্য উপজেলা পর্যায়ে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ত্রাণ) জাকির হোসেন আকন্দ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer