Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সৌদি ব্লকের নতুন কালো তালিকা ‘হতাশাজনক’ : কাতার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ২৬ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সৌদি ব্লকের নতুন কালো তালিকা ‘হতাশাজনক’ : কাতার

ঢাকা : সৌদি আরব ও তার মিত্র দেশের নতুন কালো তালিকা অত্যন্ত হতাশাজনক। চার আরব দেশ মঙ্গলবার ১৮ সংগঠন ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করে যৌথভাবে বিবৃতি দেয়ার পর কাতার বুধবার এ মন্তব্য করেছে।

এসব সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে সৌদি আরব ও তার মিত্র দেশ জঙ্গিবাদ ও কাতারের সাথে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে।

উপসাগরীয় সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর এমন পদক্ষেপ নিল।

কাতার সরকারের যোগাযোগ বিষয়ক পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল-থানি বলেন, এ কালো তালিকার কোন ভিত্তি নেই। কাতারের সার্বভৌমত্ব নস্যাৎ করার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, এটা অত্যন্ত হতাশাজনক যে এসব দেশ কাতারের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে এসব করছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer