Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সৌদি আরবে তুষারপাত, মরুভূমি ঢাকল বরফের চাদরে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ২ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সৌদি আরবে তুষারপাত, মরুভূমি ঢাকল বরফের চাদরে

ঢাকা : রাতারাতি বালির মরুভূমি বদলে গেল বরফে। যেখানে তাপমাত্রা ঘোরাঘুরি করছিল ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে, সেখানে তাপমাত্রা হঠাত্ একেবারে শূন্যের নীচে!

সৌদি আরবের উত্তর-পশ্চিম এবং মধ্য অঞ্চলে বালির মরুভূমি ঢেকে গিয়েছে বরফের চাদরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনা বিরলতম। এর আগে এমন কোনও দিন ঘটেনি।

সৌদি আরবের উত্তরে আল জফের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কেরও ৩ ডিগ্রি নীচে। বরফ পড়ায় বাসিন্দারা আনন্দে রাস্তায় নেমে আসেন। হঠাত্ এই ভাবে বরফ পড়া নিয়ে যেমন তাঁরা বিস্মিত, তেমনই আনন্দে আত্মহারাও।

রুক্ষ, শুষ্ক মরুভূমি এভাবে রাতারাতি সুইত্জারল্যান্ড বনে যাবে কখনও ভাবেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি ও ভিডিও পোস্ট হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে ওঠে।

আনন্দবাজার পত্রিকা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer