Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সোহেল তাজের সুটকেসের তালা ভেঙে তল্লাশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ২৩ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সোহেল তাজের সুটকেসের তালা ভেঙে তল্লাশি

ঢাকা : যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা অনুমতিতে নিজের সুটকেসের তালা ভেঙে তল্লাশি চালানোর অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছেলে ও কাপাসিয়া থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য। 

গত ২২ অক্টোবরের এ ঘটনায় সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সোহেল তাজ। স্ট্যাটাস দেওয়ার পর পরই এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর ভক্ত-অনুরাগী ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

স্ট্যাটাসে সোহেল তাজ লিখেছেন, ‘ঢাকা বিমানবন্দরে কেউ আমার স্যুটকেসের তালা ভেঙেছে এবং আমার অনুমতি ছাড়াই সেখানে তল্লাশি চালিয়েছে। স্যুটকেসটিতে আমার বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল।’

এতে তিনি আরও লেখেন, ‘আমি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছি ২২ অক্টোবর, ২০১৭ এবং আমার স্যুটকেসটা খোলা অবস্থায় পেলাম। স্যুটকেসের নেমট্যাগে আমার নাম পরিষ্কারভাবে লেখা ছিল।’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer