Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৮

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ২১ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৮

ঢাকা : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শক্তিশালী গাড়ি বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৮ জনে দাঁড়িয়েছে। এতে ২২৮ জনের বেশী আহত হয়েছে। শুক্রবার সরকারি সূত্র একথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, গত ১৪ অক্টোবর হোদানে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। রাজধানীর ব্যস্ত এ বাণিজ্যিক এলাকায় বিস্ফোরণে প্রায় ২০টি ভবন ধসে পড়ে। বিস্ফোরণে অনেকে আগুনে পুড়ে মারা যায়।

বিশেষজ্ঞরা এএফপিকে বলেন, ট্রাকটিতে করে প্রায় ৫শ’ কেজি বিস্ফোরক বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

সোমালিয়ার তথ্যমন্ত্রী আব্দিররাহমান ওসমান টুইটারে দেয়া এক বার্তায় বলেন, দেশটিতে সর্বশেষ এ ভয়াবহ হামলায় ৬৪২ জন হতাহত হয়। এদের মধ্যে ৩৫৮ জন নিহত, ২২৮ জন আহত ও ৫৬ জন নিখোঁজ রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer