Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সোমবার মধ্যাহ্নেই অন্ধকারে ঢেকে যাবে যুক্তরাষ্ট্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫, ২০ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সোমবার মধ্যাহ্নেই অন্ধকারে ঢেকে যাবে যুক্তরাষ্ট্র

ঢাকা : সোমবার মধ্যাহ্নে নামবে সন্ধ্যা। অন্ধকারে ঢেকে যাবে মার্কিন মুলুক৷ ট্রাম্প জমানায় এটা কোনও অশুভ ইঙ্গিত কি? এমনই প্রশ্ন ঘুরছে দুনিয়ার সর্বত্র৷ এক বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছেন আমেরিকানরা৷ শুরু হয়ে গেছে সেই প্রস্তুতি৷

মহাকাশ বিজ্ঞানীদের উদ্ধৃত করে বিবিসি জানাচ্ছে, আমেরিকার এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত এই প্রথম দেখা যাবে সূর্যগ্রহণ৷ এই পূর্ণগ্রাস গ্রহণ গত ৯৯ বছরের মধ্যে এত ব্যাপ্তি নেয়নি৷ আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির দাবি, ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের দেখা সূর্যগ্রহণ হিসেবে এটি চিহ্নিত হবে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ১৪টি অঙ্গরাজ্য থেকেই দেখা যাবে গ্রহণ৷

একদিকে প্রশান্ত মহাসাগরের ওরেগন উপকূল অন্যদিকে আটলান্টিক মহাসাগরের সাউথ ক্যারোলিনা উপকূল৷ মাঝখানে বিশাল মার্কিন ভূখণ্ড জুড়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কালো ছায়া ছড়িয়ে পড়বে৷ কোটি কোটি মার্কিন নাগরিক এই সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি নিয়েছেন। সোশাল সাইটে চলছে তুমুল প্রচার৷

বসে নেই বিশ্বের বৃহত্তম মহাকাশ গবেষণা নাসা৷ তারা ছেড়েছে ৫০ টি বেলুন৷ সেই বেলুনে আছে ভিডিও ক্যামেরা৷ সূর্যগ্রহণের লাইভ কভারেজ করবে নাসা৷ সোমবার পৃথিবীর ওপর চাঁদের যে ছায়া পড়বে, তার সবচেয়ে ঘন অংশটির আয়তন হবে ৭০ মাইল চওড়া এবং আড়াই হাজার মাইল দীর্ঘ।-কলকাতাটোয়েন্টিফোর

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer