Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সোমবার ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সোমবার ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : দুই দিনের সফরে সোমবার সকালে ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরগ ব্রেন্ডে। সফরকালে বাংলাদেশ-নরওয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বোরগকে জানানো হবে, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ২০৩০ বাস্তবায়নের জন্য নরওয়েকে অংশীদার হিসেবে চায় বাংলাদেশ।

অন্যদিকে বিনিয়োগ ও বাণিজ্য, আন্তর্জাতিক সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন, সুশাসন, লিঙ্গ ও মানবাধিকার, সংস্কৃতি, শিক্ষা ও মানুষে-মানুষে যোগাযোগসহ অন্য বিষয়গুলো নরওয়ের আগ্রহের জায়গা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘গত সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে নরওয়ের রাজধানী ওসলোতে অনুষ্ঠিত এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রেন্ডেকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়। ওই সময় তিনি ফেব্রুয়ারি মাসে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন। ’

তিনি আরও জানান, ‘নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে বাংলা ভাষা ও ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবেন। ’

ওই কর্মকর্তা বলেন, ‘এই প্রথমবারের মতো কোনও দেশের পররাষ্ট্রমন্ত্রী শহীদ মিনারে সম্মান জানাবেন। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার প্রসার ঘটবে।

 তিনি আরও বলেন, ‘বাংলা ভাষার প্রতি সম্মান জানানো ছাড়াও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে পৃথক বৈঠক করবেন। 

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নরডিক দেশগুলোতে সফরের বিষয় নিয়েও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। ’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer