Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সোমবার খালেদার রায়ের কপি দেয়া হবে : বিশেষ আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সোমবার খালেদার রায়ের কপি দেয়া হবে : বিশেষ আদালত

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে ঘোষিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি সোমবার দেয়া হবে।

রোববার এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এক আদেশে এ কথা জানান। বিচারক বলেন, রায়ের কপি সোমবার দেয়া হবে।

এর আগে সকালে রায়ের কপির জন্য খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন।

এর পর আদালতে আবেদনের বিষয়ে শুনানি হয়। এতে সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া ও হেলাল উদ্দিনসহ ১০ জনেরও বেশি আইনজীবী অংশ নেন।

শুনানি শেষে বিচারক ড. মো. আখতারুজ্জামান পেশকারের কাছে জানতে চান আজ রায়ের কপি দেয়া সম্ভব কিনা। এ সময় পেশকার বলেন, আজ সম্ভব হবে না। তখন বিচারক খালেদা জিয়ার আইনজীবীদের বলেন, আজ রায় দেয়া যাবে না, সোমবার দেয়া হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer