Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সেমিনার : আত্মহত্যা মানে চূড়ান্তভাবে নিজেকেই ঠকানো

তুহিন আহামেদ, গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:২১, ৫ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:৪৪, ৬ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

সেমিনার : আত্মহত্যা মানে চূড়ান্তভাবে নিজেকেই ঠকানো

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর : জীবনে ঝড় আসবে, বাধা আসবে। সেই বাধাকে অতিক্রম করে যাওয়াই বুদ্ধিমান ও বীরের কাজ। কখনো তুচ্ছ ঘটনায় কিংবা ক্ষণিকের আবেগি সিদ্ধান্তে আত্মহত্যার মতো পথ বেছে নেওয়া চূড়ান্তভাবে নিজেকেই ঠকানো, স্বজনদের ঠকানো।

রোববার সামাজিক সচেতনতামূলক সংগঠন ‘নো মোর সুইসাইড’ আয়োজিত আত্মহত্যা বিরোধী সেমিনারে আলোচকরা এসব কথা বলেছেন।

গাজীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে অনুষ্ঠিত এই সেমিনারে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সামনে আত্মহত্যার কুফল ও এর দীর্ঘমেয়াদি ক্ষতিকারক দিকসমূহ তুলে ধরেন বক্তারা।

সেমিনারে তুলে ধরা হয় আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির জাতীয় ও আন্তজাতিক পরিসংখ্যান ও এনিয়ে বিভিন্ন গবেষণার উপাত্তও।

সেমিনারে ‘আত্মহত্যার অভিশাপমুক্ত প্রজন্মই গড়বে সম্বৃদ্ধ স্বদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষায়িত অনলাইন নিউজপোর্টাল বহুমাত্রিক.কম এর প্রধান সম্পাদক ও নো মোর সুইসাইডের উপদেষ্টা আশরাফুল ইসলাম।

উপস্থাপিত প্রবন্ধে তিনি বলেন, ‘একথা বলা খুবই জরুরি যে, উন্নয়নকে অর্থবহ করতে হলে সামাজিক সকল সূচকে আমাদের উন্নতি করতে হবে। সরকার যেখানে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করে আগামীর উন্নত দেশ গড়তে প্রধানতম হাতিয়ার হিসেবে দেখছে, সেখানে আত্মহত্যার মতো এই নীরব প্রাণহানি নিঃসন্দেহে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই সমাজের সব স্তরে যারা অভিভাবকের জায়গায় আছেন, তাদের এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে।’

গবেষণা উপাত্ত তুলে ধরে তিনি বলেন, ‘পরিসংখান অনুযায়ী, দিনে দেশে গড়ে ২৮ জন মানুষ আত্মহননের মতো ভয়ানক পথ বেছে নিচ্ছেন। যাদের বেশিরভাগই তরুণ। উদ্বেগের জায়গাটি সেখানেই।’

সেমিনারের সভাপতি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জেরিনা সুলতানা বলেন, ‘সামান্য কারণে বা যতো বড় কারণই হোক না কেন-আত্মহত্যার পথ বেছে নেওয়া কখনোই কাম্য হতে পারে না। অনেক মেয়েরা ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার হলে মেয়ের মনে রাখতে হবে, যে মেয়েটা ধর্ষণের শিকার হল তার কোনো দোষ নেই । আত্মহত্যা যদি করতেই হয় সেটা ধর্ষক করবে। সেই মেয়ে কেন আত্মহত্যা করবে? আমরা বলবো, সেই মেয়ে মাথা উঁচু করে বিচার চাইবে।’

শিক্ষার্থীদের আত্মহননের মতো ভয়ানক পথ পরিহার করে সুন্দর জীবন গড়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘তোমরা মনে রাখবে-জীবনটা অনেক সুন্দর। আমরা অনেক সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। পরীক্ষায় পাশ করতেই হবে এমনও কথা নয়। পরীক্ষা দেব-পারলাম না। আবার চেষ্টা করবো। না পারলে-ঠিক আছে ধরে নেব পড়াশোনার আমার জন্য না। আমি অন্য লাইনে ঢুকে যাব কারিগরি শিক্ষা আছে। ব্যবসা আছে।’

‘অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, যারা এসএসসি পাশও নন। তারা কী জীবনে সফলতা লাভ করেনি? কাজেই এক লেখাপড়া করেই জীবনে উন্নতি লাভ করতে হবে-এমনটা ধরে নেওয়া ঠিক না। লেখাপড়া শিখছি ভালো মানুষ হওয়ার জন্য। চাকরি পাওয়ার জন্য নয়। লেখাপড়া শিখছি বিবেক সম্পন্ন মানুষ হওয়ার জন্য । দেশপ্রেমিক মানুষ হওয়ার জন্য’-উল্লেখ অধ্যাপক জেরিনা সুলতানা।

সেমিনারের বিশেষ অতিথি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, গাজীপুর জেলা শাখার সভাপতি ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা. আমির হোসেন রাহাত বলেন, ‘আত্মহত্যা জঘন্যতম অপরাধ। আমরা চাই না কেউ আত্মহত্যা করুক। জীবন আসলেই সুন্দর। জীবন স্বপ্নময়।’

শিক্ষার্থীদের স্বপ্নময় জীবনকে সামনে পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের মাঝে হয়ত সবাই পাশ করবে না। পরীক্ষায় ফেল কী জীবনের সবকিছু নষ্ট করে দেবে? নিশ্চয় না। আমরা দুঃখের সাথে দেখি রেজাল্টের সাথে পরীক্ষায় ফেলা কেউ কেউ আত্মহননের পথ বেছে নেয়। এই আবেগ পরিহার করতে হবে। জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোন একটি মুহূর্তের আবেগি সিদ্ধান্ত আমাদের জীবনকে থামিয়ে দিতে পারে না। পারা উচিত নয়।’

আমির হোসেন রাহাত জোর দিয়ে বলেন, ‘জীবন এক মুহূর্তের আবেগি সিদ্ধান্তের চেয়ে বড় কিছু-এটা মনে রাখতে হবে। আমর জীবন শুধু আমার নয়, আমার জীবন আমার বাবা-মা’য়ের দান, ভাই-বোনদের প্রত্যাশা। কখনোই কারোই উচিত হবে না এই স্বপ্নের হন্তারক হওয়া। এই অধিকার কারোর নেই। কারণ জীবন তুমি তৈরী করোনি। এই জীবন তোমাকে দান করা হয়েছে।’

সেমিনারের আরেক বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগি অধ্যাপক রশিদুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা আবেগের বশে যারা কোনো একজন ছেলে বা মেয়েকে শিক্ষা দিতে আত্মহননের মতো ভয়ানক পথ বেছে নিচ্ছো, তোমাকে মনে রাখরত হবে সেই ছেলে বা মেয়েটি কিছুদিন পর ঠিকই আরেকজনকে বেছে নেবে। কিন্তু যে বাবা-মা তোমাকে দুনিয়াতে আনলেন তারা সারাজীবন কাঁদবেন। তাই তোমাদের ভয়ানক এই পথ পরিহার করতে হবে।’

সেমিনারের প্রধান বক্তা নো মোর সুইসাইড এর সভাপতি এবং নাট্য নির্মাতা তারেক মিয়াজী দেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে এর ভয়াবহতা বর্ণনা করেন। তিনি আত্মহত্যার মতো ভয়ানক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত সচেতনতা গড়ে তোলার ওপর গুরুতবারোপ করেন।

বহুমাত্রিক.কম এর যুগ্ম-সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম লিটন ও নো মোর সুইসাইডের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সম্পাদক ইসমত নুর জাহান মীমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নো মোর সুইসাইড এর উপদেষ্টা ও তরুণ উদ্যোক্তা মো. ইব্রাহিম খলিল, ‘হাল ছেড়োনা বন্ধু’ এর সভাপতি চান্দা মাহাজাবিন।

সেমিনারে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উপাধ্যক্ষ নুরুজ্জামান খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

সেমিনারে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ,গাজীপুরের বিভিন্ন বিভাগের শিক্ষক, উন্নয়নকর্মী, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আয়োজনের গণমাধ্যম সহযোগি ছিল অনলাইন নিউজপোর্টাল বহুমাত্রিক.কম।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer