Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সুরঞ্জিতের আসনে মনোনয়ন পেলেন স্ত্রী, কুসিক-এ আঞ্জুম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সুরঞ্জিতের আসনে মনোনয়ন পেলেন স্ত্রী, কুসিক-এ আঞ্জুম

ঢাকা : জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। অপরদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেলেন আঞ্জুম সুলতানা। 

রোববার রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবদুল মতিন ভূঞাকে আওয়ামী লীগের সমর্থন প্রদান করা হয়।

আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৬ মার্চ নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়াণে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনটি খালি হয়। স্বামীর আসনে মনোনয়ন পেলেন স্ত্রী জয়া সেনগুপ্তা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer