Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সুবলং খাগড়াছড়ি বিদ্যালয়ে ক্রীড়া পুরস্কার বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সুবলং খাগড়াছড়ি বিদ্যালয়ে ক্রীড়া পুরস্কার বিতরণ

ছবি: বহুমাত্রিক.কম

রাঙ্গামাটি : রাঙ্গামাটির দূর্গম জুরাছড়ি উপজেলার সুবলং শাখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরেশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

নিরোদ চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা সদস্য বনবিহারী চাকমা, উপজেলা যুবলীগের সভাপতি সুমতি বিকাশ দেওয়ান, ১৪৩ নং কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়ানন্দ দেওয়ান,১৪৬ নং মৌজার হেডম্যান আনন্দ মিত্র চাকমা, ১নং ইউনিয়নের ৭,৮,৯নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য জলঙ্গরাণী চাকমা, ১নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বিরঙ্গ মোহন চাকমা, আরো উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা জে,এস,এস এর সাংগঠনিক সম্পাদক বরুন চাকমা, ১নং ইউনিয়নের জে,এস,এস এর সহ-সভাপতি রবিচন্দ্র চাকমা সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিবাবক বৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম চন্দ্র চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা শিক্ষকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের শুধু পড়ালে হবে না মানসম্মত শিক্ষা প্রদান করে সুশিক্ষিত করে তাদের গড়ে তুলতে হবে। শিক্ষাদানের পাশাপাশি তারা যাতে জঙ্গি কোন কর্মকান্ডে জড়িত হতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথিঝু বিশেষ অতিথি পুরস্কার বিতরণ করেন। এর আগে প্রধান অতিথি জুরাছড়িতে একটি বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপনের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer