Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সুচিকে দেওয়া ইউনিসন’র পুরস্কার বাতিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২০ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সুচিকে দেওয়া ইউনিসন’র পুরস্কার বাতিল

ঢাকা : মিয়ানমারে রাখাইন রাজ্যে জাতিগত নিধনযজ্ঞে বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়া অং সান সুচি।এরই মাঝে সুচিকে দেয়া একটি পুরস্কার বাতিলের ঘোষণা দিয়েছে ব্রিটেনের অন্যতম বৃহৎ ট্রেড ইউনিয়ন- ইউনিসন। গণতন্ত্রের দাবিতে দীর্ঘ কারাবাসের সময় সুচিকে এ পুরস্কার দেয়া হয়।

অন্যদিকে, বেশ কিছু ব্রিটিশ প্রতিষ্ঠান গণতন্ত্রের দাবিতে আন্দোলনের সময় সুচিকে দেয়া পুরস্কার ও সম্মান পুনর্বিবেচনার কথা ভাবছে।

দেশটির দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন-ইউনিসন সুচিকে দেয়া সম্মানসূচক সদস্যপদ স্থগিত করার কথা জানিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ করেছে।

ইউনিসনের সভাপতি মার্গারেট ম্যাকি দ্যা গার্ডিয়ানকে জানান, রোহিঙ্গারা যে পরিস্থিতি মোকাবেলা করছে সেটি আতঙ্কজনক। এ পরিপ্রেক্ষিতে আমরা অং সান সুচির সদস্যপদ স্থগিত করেছি। আমরা আশা করি তিনি আন্তর্জাতিক চাপে সাড়া দেবেন।

এদিকে সুচিকে মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী আন্দোলনের সময় দেয়া সম্মানসূচক ডিগ্রি পুনর্বিবেচনার কথা জানিয়েছে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র জানান, রোহিঙ্গা সঙ্কটে সুচির ভূমিকায় আমরা হতাশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer