Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ শঙ্কায় ইতালি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ১১ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ শঙ্কায় ইতালি

ঢাকা : আগামী রাশিয়া বিশ্বকাপে খেলতে পারবে কিনা সেই শঙ্কায় পড়েছে ইতালি। আর এ শঙ্কার মূল কারণ প্লে-অফ ম্যাচের প্রথম লেগে সুইডেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি।

এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপেও একবার জায়গা করে নিতে পারেনি ইতালি। অপরদিকে ম্যাচ জিতে এক যুগ পর বিশ্বকাপে খেলার আশা জাগালো সুইডেন। সর্বশেষ ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে খেলেছিল তারা।

এদিন খেলার প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে দুই দলের স্ট্রাইকাররা। তবে কোনো দল গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক হয়ে খেলে ইতালি। দুটি সুযোগও তৈরি করেছিল তারা। উল্টো ম্যাচের ৬১ মিনিটে এগিয়ে যায় সুইডেন। ডি-বক্সের মধ্যে থেকে তোইভোনেনের হেডে বাড়ানো বল পেয়ে প্রায় ১৮ গজ দূর থেকে জ্যাকব জোহানসনের জোরালো শট লিওনার্দো বোনুচ্চির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

এর ফলে সফরকারী শিবিরে নেমে আসে হতাশা। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানেই হারতে হয় ইতালিকে।

রাশিয়া বিশ্বকাপের টিকেট পেতে আগামী মঙ্গলবার ঘরের মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জিততেই হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ইতালির মাঠ মিলানে অনুষ্ঠিত হবে এ ম্যাচ

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer