Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সু চিকে মানবিক হওয়ার আহ্বান কৈলাস সত্যার্থীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৬, ২৪ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সু চিকে মানবিক হওয়ার আহ্বান কৈলাস সত্যার্থীর

ঢাকা : রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেতা অং সান সু চির অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতের শান্তিতে নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী। এই নির্মমতাকে যুগের সবচেয়ে বড় ‘মানবিক সংকট’ বলে উল্লেখ করেছেন তিনি।

শনিবার আসামের এক ক্যাম্পেইনে এ কথা বলেন নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী।

তিনি বলেন, রাখাইন রাজ্যে সেনাদের সহিংসতার জেরে বাংলাদেশে ইতিমধ্যে ৪ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এই সংকটকে মিয়ানমার সরকার যেভাবে পরিচালনা করছে তা খুবই জঘণ্য এবং অগ্রহণযোগ্য।

এ নোবেল জয়ী বলেন, ‘শান্তিতে নোবেল জয়ীদের প্রায় সবাই নোবেল জয়ী সু চির অবস্থান নিয়ে হতাশ। আমরা তাকে এ ব্যাপারে লিখিতভাবে জানিয়েছি।’

২০১৪ সালে পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গে শান্তিতে নোবেল পান কৈলাস। তিনি বলেন, রাজনীতি বাদই দিলাম; সু চিকে বিষয়টি অন্তত মানবিক দিক থেকে ভাবা উচিত।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer