Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সীমান্তে উত্তেজনা : অবশেষে পতাকা বৈঠকে রাজি মিয়ানমার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৯, ২ মার্চ ২০১৮

আপডেট: ১৩:১২, ২ মার্চ ২০১৮

প্রিন্ট:

সীমান্তে উত্তেজনা : অবশেষে পতাকা বৈঠকে রাজি মিয়ানমার

বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অতিরিক্ত সেনা সমাবেশে উত্তেজনা তৈরির পর অবশেষে পতাকা বৈঠকে রাজি হয়েছে মিয়ানমার।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আহসান খান গণমাধ্যমকে এখবর নিশ্চিত করে জানান, শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হবে।।

গত কয়েক দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অতিরিক্ত সেনা সমাবেশের পর উত্তেজনা চলছে। অস্ত্রশস্ত্র নিয়ে টহল বাড়ায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপিও। এতে আতঙ্কে রয়েছে নোম্যান্সল্যান্ডের প্রায় ছয় হাজার রোহিঙ্গা।

পরিস্থিতি মোকাবেলায় সীমান্তের এপারে জনবল বাড়ায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও।বৃহস্পতিবার রাতে সীমান্তে ফাঁকা গুলিবর্ষণের পর পতাকা বৈঠকের জন্য মিয়ানমারের সীমান্তরক্ষীদের চিঠি পাঠানো হয়।

এদিকে ঘটনাস্থলে থাকা এক সংবাদকর্মী জানান, শুক্রবার সকালে মিয়ানমারের সেনারা নোম্যান্সল্যান্ড থেকে কিছুটা দূরে সরে গেছে। এখবরের সতত্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও সরওয়ার কামালও।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer