Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সিসিটিভি ক্যামেরার আওতায় গফরগাঁও রেলস্টেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ৮ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিসিটিভি ক্যামেরার আওতায় গফরগাঁও রেলস্টেশন

ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে স্টেশনটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বুধবার রাতে স্টেশনের অফিসকক্ষে সিসিটিভি ক্যামেরা সংযোগ স্থাপন করা হয়।

যাত্রীসেবার মান বৃদ্ধি, যাত্রী, রেল কর্তৃপক্ষ ও জনসাধারণের নিরাপত্তা সুরক্ষা, টিকিট কালোবাজারি ও দালাল-প্রতারক চক্রের দৌরাত্মরোধে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম আপেল বলেন, স্থানীয় সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল সিসি ক্যামেরার দাবি সংসদে উপস্থাপন করেছিলেন- তা এখন বাস্তবায়িত হওয়ায় আমরা খুশি।

গফরগাঁওয়ের স্টেশন মাস্টার মো. মোসলেহ উদ্দিন জানান, সিসি ক্যামেরায় সংরক্ষিত ভিডিও ফুটেজ অপরাধ ও যাত্রী সুবিধায় উপকারে আসবে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer