Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সিলেটে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন সম্পন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ১৮ নভেম্বর ২০১৬

আপডেট: ২১:৩৩, ১৮ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

সিলেটে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন সম্পন্ন

ঢাকা : সিলেটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) আঞ্চলিক কমান্ডার পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলন সম্পন্ন হয়েছে।

সম্মেলনে বিজিবির পক্ষে আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর উল্লাহ চৌধুরী ও বিএসএফ এর পক্ষে মেঘালয় রাজ্যের আইজিপি কে. দুবে নেতৃত্ব দেন।

নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্তে বিরাজমান দু’দেশের সমস্যা নিয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ব্যাপক আলোচনা হয়।

সম্মেলনে বিজিবির পক্ষ থেকে সীমান্তে বাংলাদেশী নাগরিকদের লক্ষ্য করে গুলি ও মাদকের অনুপ্রবেশের উপর গুরুত্বারোপ করা হয়।

অন্যদিকে বিএসএফ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধের প্রতি জোর দেয়।
সম্মেলনের সমাপনী দিনে শুক্রবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিজিবি ও বিএসএফ এর প্রতিনিধি দলের প্রধানরা।

এসময় বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর উল্লাহ চৌধুরী বলেন, সীমান্ত সম্মেলনে মাধ্যমে দু’দেশের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

এ সম্মেলন সীমান্ত রক্ষীদের মধ্যে আন্তরিকতা আরও বৃদ্ধি করবে। বিএসএফ এর আইজিপি কে. দুবে বলেন, সীমান্তে হত্যাকান্ডের ঘটনা কমে এসেছে। গত দুইবছরে মেঘালয় সীমান্তে বিএসএফ’র গুলিতে কোন বাংলাদেশী হত্যার ঘটনা ঘটেনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer