Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘট প্রত্যাহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ৪ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘট প্রত্যাহার

ঢাকা : দিনভর ভোগান্তির পর শুক্রবার সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সিলেট-ঢাকা মহাসড়কে লাক্সারি বাস মালিকরা এই ধর্মঘটের ডাক দেন।

এর আগে সিলেট-ঢাকা লাক্সারি বাস মালিক সমিতির ডাকে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ রুটে লাক্সারি বাস চলাচল বন্ধ ছিলো। হঠাৎ করে ডাকা এ ধর্মঘটের কারণে বিপাকে পড়েন যাত্রীরা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে যাত্রীরা টার্মিনালে গিয়ে আবার ফিরে আসতে বাধ্য হন।সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক সামসুল হক মানিক জানান, শ্রমিকদের কল্যাণে তারা সম্প্রতি গাড়ি প্রতি চাঁদা ২০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করেছেন। এই টাকা শ্রমিকরা পরিশোধ করলেও রহস্যজনক কারণে বাস মালিকরা পরিবহন ধর্মঘটের ডাক দেন।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, হঠাৎ করে ডাকা ধর্মঘটের সঙ্গে শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই। তাদের কল্যাণেই চাঁদা বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ শ্রমিকরা তা পরিশোধ করছেন, তারা মেনে নিয়েছেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer