Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিরিয়ায় ‘শান্তি ফেরাতে’ একজোট রাশিয়া, ইরান ও তুরস্ক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৬, ৬ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিরিয়ায় ‘শান্তি ফেরাতে’ একজোট রাশিয়া, ইরান ও তুরস্ক

ঢাকা : সিরিয়ায় শান্তি স্থাপনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া, ইরান ও তুরস্ক। সিরিয়া ইস্যুতে বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক বৈঠকের পর দেশগুলোর পক্ষে যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।

বৈঠকে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। বুধবার আঙ্কারায় অনুষ্ঠিত বৈঠকের পর যৌথ বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট সমগ্র মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে জোর দিয়ে সিরিয়ার পূর্ব গৌতায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি হাসপাতাল স্থাপনেও আগ্রহ প্রকাশ করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেন, ‘সিরিয়ায় শান্তি ফেরাতে হলে সব সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কেবলমাত্র সিরিয়া কিংবা তুরস্কের সন্ত্রাসীদের দমন করলেই হবে না। অন্য প্রতিবেশী দেশ, এমনকি প্রয়োজন হলে পুরো অঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে হবে।’

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সিরিয়া সঙ্কট সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে বলেন, ‘সিরিয়া এবং ইরাককে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সন্ত্রাসীদের অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে। সিরিয়ায় শান্তি ফেরাতে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘ইরান, তুরস্ক এবং রাশিয়ার অভিন্ন লক্ষ্য সিরিয়াকে সন্ত্রাসীমুক্ত করা। কিন্তু সঙ্কট সমাধানে আমাদের পাশে কেউ নেই।আমরা সব দেশের প্রতি আহ্বান জানাবো সিরিয়া সঙ্কট সমাধানে একযোগে কাজ করতে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer