Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিরিয়ায় মার্কিন ক্ষেপনাস্ত্র হামলা সাহসী সিদ্ধান্ত : সৌদি বাদশাহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ৮ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিরিয়ায় মার্কিন ক্ষেপনাস্ত্র হামলা সাহসী সিদ্ধান্ত : সৌদি বাদশাহ

ঢাকা : রাসায়নিক অস্ত্র ব্যবহারের জের ধরে সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় পূর্ণ সমর্থন জানাল সৌদি আরব।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শনিবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই কথোপকথনে ট্রাম্প সৌদি বাদশাহকে সিরিয়ার শায়রাত এয়ারফিল্ড লক্ষ্য করে ৫৯টি টমাহোক ক্ষেপণাস্ত্র হামলার বিশদ জানান।

এদিকে, শুক্রবার হামলার পরপরই এক বিবৃতির মাধ্যমে সিরিয়ায় মার্কিন হামলাকে স্বাগত ও পূর্ণ সমর্থন জানায় সৌদি আরব। বিবৃতিতে সৌদি বাদশাহ বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই হামলা ‘সাহসী সিদ্ধান্ত’।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer