Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

শ্রীলঙ্কার সিরিজ জয়, হোয়াইট ওয়াশ বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০২:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

শ্রীলঙ্কার সিরিজ জয়, হোয়াইট ওয়াশ বাংলাদেশ

ঢাকা : সিলেট সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি বাংলাদেশকে ৭৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দেয়া ২১১ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ সব কয়টি উইকেট হারিয়ে ১৩৫ রানে অলআউট হয়।

বাংলাদেশে পক্ষে সর্বচ্চো ৪১ রান করেন টি-টোয়েন্টির ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর তামিম ইকবাল করেন ২৯ রান।

শুরুতে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার শূন্য আউট হলে চাপ পড়েন। সেই চাপকে আরও দীর্ঘায়িত করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের স্থলাভিষিক্ত হয়ে আসা মোহাম্মদ মিথুন।

তবে মাঝে আশা দেখাচ্ছিলেন মাহমুদুল্লাহ-তামিম ইকবাল। দলীয় রান যখন একশ হলেন তখনই মনোযোগ হারালেন তামিম। ২২ বলে ২৯ রান করে ফিরলেন অভিষিক্ত আমিলা আপোনসোর ঘূর্ণিতে। তামিমের বিদায়ের পরে বেশি স্থায়ী হতে পারেন নি মাহমুদুল্লাহ। সাইফউদ্দিন সাথে ভুলবোঝির খেসারত দিলেন বাংলাদেশ ক্রিকেট দল। রানে আউট হয়ে সাজ ঘরে ফিরে যান মাহমুদুল্লাহ।

আর মাহমুদুল্লাহ বিদায়ের পর আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারে নাই।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৫ (তামিম ২৯, সৌম্য ০, মুশফিক ৬, মিঠুন ৫, মাহমুদউল্লাহ ৪১, আরিফুল ২, সাইফ ২০, মেহেদি ১১, মুস্তাফিজ ৮, জায়েদ ২, নাজমুল ১*; মাদুশাঙ্কা ২/২৩, দনঞ্জয়া ১/২০, শানাকা ১/৫, থিসারা ০/৩৩, আপনসো ১/৩১, জিবন ১/৮, উদানা ১/১২, গুনাথিলাকা ২/৩)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১০/৪ (গুনালাতিলাকা ৪২, মেন্ডিস ৭০, থিসারা ৩১, থারাঙ্গা ২৫, শানাকা ৩১*, চান্দিমাল ২*; জায়েদ ১/৪৫, নাজমুল ০/২৮, মেহেদি ০/২৫, মুস্তাফিজ ১/৩৯, সাইফ ১/৪৬, সৌম্য ১/২৫)

এর আগে লঙ্কান দুই ওপেনার পাওয়ার প্লে`র জড়ো ব্যাটিংয়ে ভাল শুরু পায় লঙ্কানরা। প্রথম ৬ ওভারে বিনা উইকেটেই ৬৩ রান তুলে। ১১ ওভারে পরে সৌম্যের বলে গুনালাতিকা আউট হলেও রানের চাকা সচল রাখেন কুশল মেন্ডিস। এদিকে গুনালাতিকা আউটি হওয়ার পর ক্রিজে আসেন থিসারা পেরারা। তিন ৪ ও ১ ছয়ে ১৭ বলে ৩২ রান করে আউট হন। দলীয় ১৬ ওভার বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুরের বলে ফিরে যান আরেক ওপেনার কুশল মেন্ডিস। সাজ ঘরে ফিরে যাওয়ার আগে ৬ চার ও তিন ছয়ে ৭০ রান করেন।

মেন্ডিস ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন থারাঙ্গা ও ধানুষ্কা শানাক। তাদের টর্নোডোতে বড় সংগ্রহ পায় হাথুরে সিংহের শীর্ষ্যরা। শানাকা ১১ বলে ৩০ রানের জড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে ভাল সঙ্গ দিয়েছে থারাঙ্গা। থারাঙ্গা ১৩ বলে ২৫ রানের ইনিংস খেলেন।

এইদিকে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে খরচে বোলার ছিলেন সাইফউদ্দিন। চার ওভারে ৪৬ রানে এক উইকেটে নেন। এছাড়াও মোস্তাফিজু, সৌম্য, আবু জাহেদ রাহীও এক উইকেট নিয়েছেন।

টসে হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়েও জয়ের দেখা পায়নি। এবার তাদের সামনে শেষ সুযোগ। আজ জিতলে অন্ততপক্ষে সিরিজটা ১-১ সমতায় শেষ করার তৃপ্তি পাবে স্বাগতিকরা। চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। আজ তিনি খেলছেন। সঙ্গে অভিষেক হয়েছে দুই তরুণের-পেসার আবু জায়েদ রাহি আর অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসানের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer